লারেলাপ্পা, রবীন্দ্রসঙ্গীত ও মটন বিরিয়ানী


কখনও এরকম হয়েছে আপনার সাথে। লারেলাপ্পা গানের সাথে কোমর দোলাতে এসেছিলেন, কিন্তু গায়ক গান ধরতে বুঝলেন, গায়ক গানের লিরিক্স টা সেম রেখে রবীন্দ্রসঙ্গীত এর সুরে গাইছে?
কি বললেন? হতে পারে না। "Yeh Dillagi" সিনেমার "যব ভি কোই লড়কি দেখু" গানটা "পুরানো সেই দিনের কথা"র সুরে গুনগুন করে দেখুন, বুঝতে পারবেন।
ক্লিয়ার হলো না তো!! এই ভাবে গান👇👇
যব ভি কোই (পুরানো সেই) লড়কি দেখু (দিনের কথা)
মেরা দিল (ভুলবি কি রে) দি-ও-আনা বোলে (হায় ও সেই)
ওওওলে (চোখে দেখা) ওওওলে (প্রাণের কথা) ওওওওওলে (সে কি ভোলা যায়)
একই রকম ফিলিংস চান? চলে আসুন পাল্লাডাম তামিলনাড়ু তে। Coimbatore থেকে একটু দূরে।
আপনাকে কেউ বলবে "স্যার, মটন বিরিয়ানী লেকে আউ?"
বেশি উৎসাহ না দেখিয়ে বলবেন "বিরিয়ানী? ইধার?"
"বাড়িয়া হ্যায় স্যার, স্পেশাল আম্বুর দম বিরিয়ানী।"
টাকা দিয়ে বলবেন "আচ্ছা হোগা, তো হি লানা"
তারপর আপনার উৎসুক ও ক্ষুধার্ত পাতে এসে যা পড়বে, যদি একই ফিলিংস না আসে তো আমায় বলবেন।


©সুব্রত চৌধুরী


Comments

Popular posts from this blog

কার্তিক পুজো ও খাওয়াদাওয়া

পুজো ও বামুন

তালশাঁস সন্দেশ