পতি ট্রেনিং ম্যানুয়াল - CFC এর কয়েকজন বোনের অনুরোধে। Others may ignore.

জানতাম, আমার বোন ও দিদিরা নিজেরাই দেখতে চলে আসবেন। আর যদি কোনো ভায়া এই লিংক পেয়ে এসে থাকেন, তাহলে তো কথাই নেই। তা এসে যখন পড়েছেন, তখন জেনে রাখুন, এই বাবা ভাট বকেস্বরানন্দের কথামৃত।

"দিবা-নিশি পোস্ট যাহারা করেন সিএফসি তে।
প্রেম-ভালোবাসা যেন সদা বিরাজে ঘরে তে।।
পতি যদি নাই করে প্রেম অবিরত।
সুস্বাদু খাদ্য পত্নী, কভু না রাধিত।।
লোভনীয় পোস্ট দেখি প্রশ্ন জাগিলো।
সাজাইয়া দিতে কি, যদি প্রশংসা না মিলিলো।।
পত্নীগনে সব এবে শুন দিয়া মন।
পতিগণ বন্ধুমহলে করে হে গুনকীর্তন।।
করিও না চেষ্টা পতিরে পাল্টাইবার তরে।
উল্টো বুঝলি রাম হয়ে পরিবে ফাঁপরে।।

খাদ্য লোভে প্রেমালাপের কথা পড়িবার পরে।
মনে না হয় কেউ এই লিংক দেবে নিজ পতিরে।।

তবু যদি কোনো ভায়া পাও এই ঠিকানা।
পত্নীরে জড়াইয়া, চুমু খেও চারখানা।।
যে পতিরে তার পত্নী পড়ায় এ পাঁচালী।
জেনে রেখো তব ভাগ্য চওড়া কপালী।।
যেখানে পাইবে সুযোগ কহ ডার্লিং হানী।
সর্বদা জানিবে জীবন হইবে প্রেমের কাহিনী।।"

Comments

Popular posts from this blog

কার্তিক পুজো ও খাওয়াদাওয়া

পুজো ও বামুন

তালশাঁস সন্দেশ