BF - বিএফ
এখন সবাই bf বললেই বয়ফ্রেন্ড বা বেস্টফ্রেন্ড ভাবে। কত সরল মন।
যাদবপুর থেকে উল্টোডাঙ্গা ট্রেনে ফিরতাম। ক্যানিং-দত্তপুকুর লোকালে ফিরলে শিয়ালদায় চেঞ্জেরও ব্যাপার নেই। ১৯৯৭ এর ফেব্রুয়ারীর এক বিকেলে সেই ট্রেনে ফেরার সময় হটাৎ করে এক বন্ধু চেঁচিয়ে বলে উঠলো, "কাল সবাই bf দেখতে যাবি?"
পুরো কম্পার্টমেন্টের লোকজন আমাদের দিকে ঘুরে গেল। তখন ইন্টারনেট বা মোবাইলের রমরমা ছিল না। ইংরেজির চার অক্ষরের শব্দটার প্রচলন ও কম ছিল। তাই bf বলতে আমরা ও বাকিরা অন্য কিছু বুঝতাম।
বন্ধুটি ইয়ার্কিটা মেরেই সবার দিকে তাকিয়ে বলে উঠলো "বইমেলা চলছে, আমি বন্ধুদের Book Fair এর কথা বললাম, আপনাদের কি হয়েছে?"
আর কি হয়েছে? সামনের সিটে এক ভদ্রলোক বউ কে নিয়ে বসেছিলেন, হাতে এই প্লাস্টিকের পেপসি। বন্ধুর কথা শুনে হতচকিত হয়ে বিষম খেয়ে পেপসিটি এমন জোরে চিপেছেন, যে ভিতরের জিনিস নিজের জামায়। বন্ধুর ব্যাখ্যার পরে, বউয়ের গঞ্জনা ফ্রি। "সবসময় আট-ভাট চিন্তাভাবনা। দিলে তো জামাটা নষ্ট করে?"
©সুব্রত চৌধুরী
যাদবপুর থেকে উল্টোডাঙ্গা ট্রেনে ফিরতাম। ক্যানিং-দত্তপুকুর লোকালে ফিরলে শিয়ালদায় চেঞ্জেরও ব্যাপার নেই। ১৯৯৭ এর ফেব্রুয়ারীর এক বিকেলে সেই ট্রেনে ফেরার সময় হটাৎ করে এক বন্ধু চেঁচিয়ে বলে উঠলো, "কাল সবাই bf দেখতে যাবি?"
পুরো কম্পার্টমেন্টের লোকজন আমাদের দিকে ঘুরে গেল। তখন ইন্টারনেট বা মোবাইলের রমরমা ছিল না। ইংরেজির চার অক্ষরের শব্দটার প্রচলন ও কম ছিল। তাই bf বলতে আমরা ও বাকিরা অন্য কিছু বুঝতাম।
বন্ধুটি ইয়ার্কিটা মেরেই সবার দিকে তাকিয়ে বলে উঠলো "বইমেলা চলছে, আমি বন্ধুদের Book Fair এর কথা বললাম, আপনাদের কি হয়েছে?"
আর কি হয়েছে? সামনের সিটে এক ভদ্রলোক বউ কে নিয়ে বসেছিলেন, হাতে এই প্লাস্টিকের পেপসি। বন্ধুর কথা শুনে হতচকিত হয়ে বিষম খেয়ে পেপসিটি এমন জোরে চিপেছেন, যে ভিতরের জিনিস নিজের জামায়। বন্ধুর ব্যাখ্যার পরে, বউয়ের গঞ্জনা ফ্রি। "সবসময় আট-ভাট চিন্তাভাবনা। দিলে তো জামাটা নষ্ট করে?"
©সুব্রত চৌধুরী
I like the surprise element in your notes
ReplyDeleteThanks
Delete